আমুদরিয়া নিউজ: রেলপথে দেশের বাকি অংশের সঙ্গে জুড়ে গেল মিজ়োরাম। শনি সকালে আইজল থেকে ভৈরবী-সাইরাং রেলপথের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে খারাপ আবহাওয়ার জন্য অনুষ্ঠান স্থলে যেতে পারেননি তিনি। আইজলের লেঙ্গপুই বিমানবন্দর থেকে ভার্চুয়াল মাধ্যমে রেলপথের উদ্বোধন করেন। রেলপ্রকল্পের উদ্বোধন করে মোদী বলেন, “আজ থেকে মিজ়োরামের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটল। মিজ়োরামের মানুষের জন্য তো বটেই, গোটা দেশের জন্য ঐতিহাসিক দিন।” রেললাইন তৈরির জন্য ইঞ্জিনিয়ারদের ধন্যবাদ জানিয়ে মোদি বলেন, “পাহাড়ি রাস্তায় বহু প্রতিকূলতার সঙ্গে মোকাবিলা করে আজ এই রেললাইনের উদ্বোধন হল। আমাদের ইঞ্জিনিয়র এবং কর্মীদের মনোবলের জন্যই এটা সম্ভব হল।”
