আমুদরিয়া নিউজ: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার কামচাটকা উপদ্বীপ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১। তবে আমেরিকার ভূতত্ত্ব সর্বেক্ষণ (ইউএসজিএস) জানিয়েছে, এটি ৭.৪ মাত্রার ভূমিকম্প। ভূমিকম্পের উৎপত্তিস্থল রাশিয়ার পূর্ব ক্ষেত্র পেত্রোপাভলোভস্ক-কামচাটকা পেনিনসুলা। কম্পনের পরেই প্রশান্ত মহাসাগরে সুনামির সতর্কতা জারি হয়েছে। ভূমিকম্পটির উৎসস্থল মাটির ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত প্রাণহানি বা কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সুনামির আশঙ্কায় কামচাটকা উপদ্বীপের উপকূলভাগ থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কামচাটকা উপদ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে জাপান। সেখানে এখনও পর্যন্ত সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে সেদেশের সংবাদমাধ্যম।
