আমুদরিয়া নিউজ: সম্প্রতি রাশিয়ার উপরে চাপ বাড়াতে চেয়ে ইউরোপীয় ইউনিয়নকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরামর্শ দিয়েছিলেন, তারা যেন ভারত ও চিনের উপরে ১০০ শতাংশ শুল্ক চাপায়। এবার জি৭কেও একইরকম উস্কানি দিলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা ছাড়়া জি৭-এর অন্য সদস্য রাষ্ট্রগুলি হল কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান এবং ব্রিটেন। সংবাদ সংস্থা জানাচ্ছে, শুক্রবার এই দেশগুলির অর্থমন্ত্রীরা ভার্চুয়াল মাধ্যমে ট্রাম্পের এই প্রস্তাব নিয়ে আলোচনায় বসবেন। প্রসঙ্গত, ওয়াশিংটন মনে করে, বিভিন্ন দেশকে তেল বিক্রি করে সেই টাকা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া। তাই রাশিয়ার উপর চাপ বাড়াতে একের পর এক কৌশল নিচ্ছে আমেরিকা।
