আমুদরিয়া নিউজ: বীরভূমে পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ছয় জন খাদান শ্রমিকের। গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। জানা গিয়েছে শুক্রবার দুপুরে নলহাটির বাহাদুরপুর এলাকায় খাদান থেকে পাথর তোলার কাজ করছিলেন শ্রমিকেরা। আচমকা খাদানের একাংশে ধস নামে। ১০-১২ জন শ্রমিক যারা খাদানে কাজ করছিলেন সকলেই চাপা পড়েন। সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু হয়। কিন্তু তত ক্ষণে ছয়জনের মৃত্যু হয়েছে। তাঁদের দেহ তুলে আনা হয় খাদানের বাইরে। পরে ৪ জনকেও উদ্ধার করা গিয়েছে। প্রত্যেকেই গুরুতর জখম। চিকিৎসার জন্য তাঁদের রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখছে পুলিশ।
