আমুদরিয়া নিউজ: দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন চন্দ্রপুরম পন্নুস্বামী রাধাকৃষ্ণণ। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সরকারের শীর্ষ নেতামন্ত্রী সহ বিরোধী শিবিরের নেতারা। সস্ত্রীক উপস্থিত ছিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, এবং আর এক প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুও উপস্থিত ছিলেন। গত ৯ সেপ্টেম্বর এনডিএ-র প্রার্থী রাধাকৃষ্ণন ৪৫২ ভোট পেয়ে দেশের ১৫তম উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডি পান ৩০০ ভোট।
