আমুদরিয়া নিউজ: কানাডার পর এবার মুম্বইতেও হুমকির সম্মুখীন বলিউডের সেলেব্রিটি সঞ্চালক তথা কৌতুকশিল্পী কপিল শর্মা। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা হুঁশিয়ারি দিয়েছে কমেডিয়ানকে। অভিযোগ, মুম্বইকে অপমান করেছেন তিনি। আসলে নিজের কমেডি শোয়ে মুম্বইকে কখনও ‘বম্বে’ আবার কখনও বা ‘বম্ববাই’ বলে সম্বোধন করেছেন কপিল শর্মা। আর তাতেই আপত্তি মহারাষ্ট্র নবনির্মাণ সেনার। বৃহস্পতিবার সংগঠনের মুখপাত্র অমেয় খোপকার সাফ জানিয়েছেন, “আমাদের এই শহরের নাম মুম্বই। তবে যখন থেকে কপিল শর্মা শো শুরু হয়েছে, তখন থেকে দেখছি এই শহরকে ‘বম্বে’, ‘বম্ববাই’ বলে সম্বোধন করছেন কপিল শর্মা। আমরা এর তীব্র বিরোধিতা করছি। কারণ আমাদের শহরের নাম মুম্বইকে বিকৃত করে উচ্চারণ করা হচ্ছে। যদি আপনি বেঙ্গালুরু, কলকাতা ,চেন্নাইকে সঠিক উচ্চারণ করতে পারেন। তা হলে মুম্বই নয় কেন!” তার আরও সংযোজন ‘‘মুম্বইয়ে এক বছর ধরে কাজ করছেন। এটা আপনার কর্মভূমি। এখানকার মানুষ এত ভালবেসে আপনার অনুষ্ঠান দেখেন। সেই শহরকে, সেখানকার মানুষকে অপমান করছেন! আপনাকে শেষ বার বলছি, শুধরে যান কপিল শর্মা।’’ বিষয়টি নিয়ে কপিলের তরফ থেকে কোনও বিবৃতি মেলেনি।