আমুদরিয়া নিউজ: অশান্ত নেপালে আটকে আছেন ৪০০-র বেশি ভারতীয়। তাদের দেশে ফেরাতে তৎপর কেন্দ্রীয় সরকার। নয়াদিল্লি থেকে পাঠানো হবে বিশেষ বিমান। নেপালের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সূত্রের খবর, নেপাল থেকে ভারতীয়দের ফেরানোর জন্য ভারতীয় বায়ুসেনা কয়েকটি বিমান পাঠাতে পারে। কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস নেপাল সেনার সঙ্গে যোগাযোগ করেছে। ভারতীয় সেনার বিমানের জন্য বিশেষ বন্দোবস্ত করা হতে পারে কাঠমান্ডুতে। নিরাপদে যাতে সকলকে উদ্ধার করে আনা যায়, তা নিয়ে আলোচনা চলছে। নেপালে অশান্তির জেরে মঙ্গলবারই বন্ধ করে দেওয়া হয়েছিল কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর। এই পরিস্থিতিতে নেপালে আটকে পড়েন প্রচুর মানুষ। তবে নেপালের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বুধবার ঘোষণা করেছে যে, এদিন থেকেই ত্রিভুবন বিমানবন্দরের পরিষেবা স্বাভাবিক হবে।
