আমুদরিয়া নিউজ: নেপালের পর বিদ্রোহের আগুনে জ্বলছে এবার ফ্রান্স। প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেবাস্তিয়েন লেকোরুঁ-র নাম ঠিক করতেই দেশ জুড়ে অবরোধ শুরু করেন প্রতিবাদী জনতা। অশান্তি ঠেকাতে পুলিশকে কাঁদানে গ্যাস ছুড়তে হয়েছে। পুলিশের দিকে পাল্টা ইটবর্ষণও হয়। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। সংবাদ সংস্থা জানিয়েছে, সকাল থেকে অন্তত ২০০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি ‘আস্থা’ ভোটে পরাজিত হয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরু। তারপরই সেবাস্তিয়েন লেকোরুঁ-কে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন ম্যাক্রোঁ। এই নিয়ে দু’বছরে ৪ বার প্রধানমন্ত্রী বদল হল ফ্রান্সে। প্রেসিডেন্ট ম্যাক্রোঁর প্রধানমন্ত্রী পরিবর্তন অভ্যাসের পরিণত হয়ে গিয়েছে। এটা যেন মুখের উপর চড়া মারার মতো ঘটনা। আমরা এই সরকারের উপর ক্লান্ত। আমরা বদল চাই সরকারের।
