আমুদরিয়া নিউজ: “বাংলাই বাংলা চালাবে, দিল্লি নয়”, বুধবার জলপাইগুড়ি থেকে ঠিক এই ভাষাতেই বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনদিনের সফরে মঙ্গলবারই উত্তরবঙ্গে এসেছেন মুখ্যমন্ত্রী। এদিন জলপাইগুড়িতে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানমঞ্চ থেকেই কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, “কী অপরাধ বাংলার? বাংলাকে কন্ট্রোল হবে না।বাংলাই বাংলা চালাবে। দিল্লী নয়। দেশের নেতা সেই হবে যে দেশ বোঝে। যে জাতপাতে ভাগ করে সে দেশের নেতা না। আমরা হার মানব না। মাথা নত করব না।” ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার প্রসঙ্গেও মমতা বলেন, “বাংলায় কথা বললেই অত্যাচার করা হচ্ছে। আমি বলব বেশি করে মাতৃভাষায় কথা বলুন। সাহস কম না। অসম থেকে আলিপুরদুয়ার-জলপাইগুড়িতে নোটিস দিচ্ছে। আমরা মাতৃভাষায় কথা বলব। আর অন্য ভাষাকেও সম্মান করব।”
