আমুদরিয়া নিউজ: প্রথম মুসলিম মহিলা হিসাবে সম্প্রতি ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন শাবানা মাহমুদ। এর আগে তিনি যুক্তরাজ্যের আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার পদত্যাগ করার পর গত শুক্রবার মন্ত্রিসভায় রদবদল হয়। স্বরাষ্ট্রমন্ত্রী করা হয় শাবানাকে। এটি যুক্তরাজ্যের শীর্ষ চারটি দপ্তরের একটি। প্রধানমন্ত্রী স্টার্মারের সরকারের অভিবাসন, পুলিশ এবং জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে তাঁরই নিয়ন্ত্রণে। দায়িত্ব পেয়ে এক্স পোস্টে শাবানা লিখেছেন, “স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য সম্মানের। সরকারের প্রথম দায়িত্ব হলো তার নাগরিকদের নিরাপত্তা। দায়িত্ব পালনকালে প্রতিদিন আমি সেই উদ্দেশ্যেই নিবেদিত থাকব।” ১৯৮০ সালে বার্মিংহামে পাকিস্তানি বংশোদ্ভূত পরিবারে শাবানার জন্ম। ব্রিটেনের পাশাপাশি শৈশবের একাংশ কেটেছে সৌদি আরবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লিঙ্কন কলেজ থেকে আইন বিষয়ে ডিগ্রিপ্রাপ্তির পরে ব্যারিস্টার হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন শাবানা। পরে যোগ দিয়েছিলেন রাজনীতিতে।
