আমুদরিয়া নিউজ: জিএসটি নিয়ে প্রচার করতে আগামী সপ্তাহেই বাংলায় আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বিজেপি সূত্রে খবর, তিনি ১৮ সেপ্টেম্বর কলকাতায় পৌঁছবেন। জিএসটি নিয়ে কেন্দ্রীয় সরকারের নতুন সিদ্ধান্ত ও তার সুফল আমজনতার কাছে তুলে ধরবেন তিনি। এনডিএ-র বৈঠকে সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমস্ত সাংসদদের জিএসটি নিয়ে নতুন যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলির সুফল প্রচারের নির্দেশ দিয়েছেন। মানুষের উপর থেকে করের বোঝা কীভাবে কমানো হচ্ছে সেই বিষয়গুলি নিজের নিজের এলাকায় প্রচার করার জন্য নির্দেশ দিয়েছিলেন মোদি। সেই নির্দেশ অনুযায়ীই নির্মলা সীতারমন প্রতিটি রাজ্যে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রের বার্তা পৌঁছে দেবেন। তাঁর সফরের তালিকায় প্রথম দিকেই রয়েছে পশ্চিমবঙ্গ। গত ৪ সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে নতুন জিএসটি হার। এবার ১২ শতাংশ ও ২৮ শতাংশ হারে জিএসটি থাকছে না। নতুন স্ল্যাবের মধ্যে থাকবে ৫ শতাংশ, ১৮ শতাংশ এবং ৪০ শতাংশ। নতুন এই জিএসটিকে বলা হচ্ছে, ‘নেক্সট জেন জিএসটি রিফর্ম’।
