আমুদরিয়া নিউজ: বুধবার ঝাড়খণ্ড ও দিল্লি পুলিশের যৌথ অভিযানে রাঁচি থেকে গ্রেপ্তার সন্দেহভাজন আইএস জঙ্গি। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একাধিক বৈদ্যুতিন যন্ত্রের পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিপত্র। ধৃতের নাম আসহার দানিশ। জানা গিয়েছে, দিল্লিতে পুরনো এক মামলায় দীর্ঘদিন ধরে দানিশকে খুঁজছিল পুলিশ। অভিযোগ ছিল, সন্দেহভাজন কার্যকলাপে যুক্ত দানিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, দানিশের ওই সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে স্পষ্ট যোগ পাওয়া গিয়েছে। দীর্ঘদিন ধরে ভারতে আইএসআইএস-এর এজেন্ট হিসেবে কাজ করত অভিযুক্ত। অন্য দিকে, একই দিনে দিল্লি থেকে ধরা পড়েছেন আফতাব নামে আর এক সন্দেহভাজন। তবে এখনও পর্যন্ত সরকারি ভাবে এ নিয়ে কিছু জানানো হয়নি। তদন্তকারীদের অনুমান, আফতাব ও দানিশ দু’জনেই আইএস সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখতেন তাঁরা। অভিযোগ, ভারতে ওই জঙ্গি সংগঠনের হয়ে নানা নাশকতার ছক কষতেও সাহায্য করতেন তাঁরা। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
