আমুদরিয়া নিউজ: বেআইনি নির্মাণের অভিযোগে গ্রেটার হায়দ্রাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে নোটিস পেলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। জানা গিয়েছে, জুবিলি হিলসের ৪৫ নম্বর রোডে অবস্থিত সুপারস্টারের আল্লু বিজনেস পার্ক ভবনে সম্প্রতি অনুমতি ছাড়াই পুনরায় নির্মাণ শুরু করেছিলেন দক্ষিণী মহাতারকা। এরপরই সেই বেআইনি নির্মাণ বন্ধ করে দিয়ে নোটিস পাঠানো হয় তাঁকে। কেন পুরসভার নির্দেশ অমান্য করে নির্দিষ্ট সীমার বাইরে গিয়ে বহুতলের নির্মাণ করা হল, অল্লুকে সেই প্রশ্ন করা হয়েছে। বেআইনি নির্মাণের যুক্তিসঙ্গত কারণ দর্শাতে বলা হয়েছে তাঁকে। সদুত্তর না মিললে এই বহুতলের বর্ধিত অংশ ভেঙে ফেলা হতে পারে বলে সাবধান করা হয়েছে দক্ষিণী তারকাকে। যদিও এই নিয়ে এখনও আল্লু ও তাঁর পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।