আমুদরিয়া নিউজ: লাদাখের সিয়াচেনে ভয়াবহ তুষারধসে তছনছ ভারতীয় সেনার বেস ক্যাম্প। ঘটনায় তিন জওয়ানের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে নিয়ন্ত্রণরেখায় সেনা জওয়ানরা টহল দেওয়ার সময় তুষারধস নামে। সেনা সূত্রে খবর, যে তিন জন জওয়ানের মৃত্যু হয়েছে তাঁরা মহর রেজিমেন্টের। তাঁদের মধ্যে দু’জন ‘অগ্নিবীর’ রয়েছেন। মৃত জওয়ানদের মধ্যে এক জন গুজরাত এবং বাকি দু’জন উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডের বাসিন্দা। পাঁচ ঘণ্টা ধরে ধসের নীচে চাপা পড়েছিলেন তিন জন। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। ধসের নীচে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।