আমুদরিয়া নিউজ: ছাত্র-যুবদের বিদ্রোহে উত্তাল নেপাল। এই পরিস্থিতিতে সেদেশে থাকা ভারতীয়দের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল বিদেশমন্ত্রক। নেপালে থাকা ভারতীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসনের নিয়মাবলি মেনে চলতে বলা হয়েছে ভারতীয়দের। ভারতের বিবৃতিতে বলা হয়েছে, “আমরা গত কাল থেকে নেপালের পরিস্থিতির উপর নিবিড় ভাবে নজর রেখেছি। বহু তরতাজা প্রাণের মৃত্যুতে আমরা গভীর ভাবে দুঃখিত। মৃতদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” নেপালে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশে নয়াদিল্লির বার্তায় বলা হয়েছে, “কর্তৃপক্ষ কাঠমান্ডু এবং আরও কয়েকটি শহরে কার্ফু জারি করেছেন। নেপালে থাকা ভারতীয় নাগরিকদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এবং নেপাল প্রশাসনের নির্দেশ মেনে চলতে বলা হচ্ছে।” নেপালের কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ ছিলই। এর মধ্যে গত সপ্তাহে ২৬টি সমাজমাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করে নেপাল সরকার। এর প্রতিবাদে সোমবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে ওই দেশের ছাত্র-যুবরা। উত্তপ্ত হয়ে ওঠে কাঠমান্ডু। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে ইতিমধ্যেই ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত আড়াইশো জনেরও বেশি।
