আমুদরিয়া নিউজ: হামাস পণবন্দিদের মুক্তি না দেয় তাহলে হাল আরও খারাপ হবে বলে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লিখেছেন, ‘ইজরায়েল আমার শর্ত মেনে নিয়েছে। হামাসেরও এখন সময় এসেছে তা মানার। শর্ত না মানলে তার পরিণতি কী হতে পারে, সেই সম্পর্কে আমি হামাসকে সতর্ক করে দিয়েছি। এটি আমার শেষ সতর্কবার্তা’। ২০২৩ সালের ৭ অক্টোবর হওয়া হামলার বদলা নিয়ে প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন নেতানিয়াহু। তার পর থেকেই লড়াই জারি রয়েছে গাজায়।
