আমুদরিয়া নিউজ: জম্মু ও কাশ্মীরের কুলগামে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিহত ১ জঙ্গি, আহত ৩ জওয়ান। গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে সোমবার ভোরে কুলগাম জেলার গুড্ডার জঙ্গলে অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। তখনই আচমকা সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি ছোড়েন জওয়ানেরাও। তাতেই এক জঙ্গির মৃত্যু হয়। সেনা সূত্রে জানা গিয়েছে, গুলির লড়াইয়ে এক আধিকারিক-সহ মোট ৩ জওয়ান আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযান এখনও চলছে বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ।