আমুদরিয়া নিউজ: ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালকের খেতাব জিতলেন পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম নারায়ণপুরের অনুপর্ণা রায়। ‘সংগস অফ ফরগটেন ট্রিজ়’ ছবির জন্য এই পুরস্কার পেয়েছেন বঙ্গকন্যা। ‘অরিজন্টি’ বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জয় করেছেন তিনি। ফরাসি পরিচালক জুলিয়া ডুকুরনো, যিনি অরিজন্টি বিভাগের জুরি প্রেসিডেন্ট ছিলেন, অনুপর্ণাকে এই পুরস্কার প্রদান করেন। সেরা পরিচালকের পুরস্কার হাতে নিয়ে অনুপর্ণা বলেন, আমার দেশের প্রতিটি মানুষকে আমি এই পুরস্কার উৎসর্গ করতে চাই। ‘সংগস অফ ফরগটেন ট্রিজ়’ সিনেমায় কয়েকজন নারীর জীবন সংগ্রাম এবং একাকিত্বের গল্প দেখানো হয়েছে। ছবিটির প্রযোজনা করেছেন অনুরাগ কাশ্যপ। ২৭ অগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ইতালিতে ভেনিস চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে। সেখানে গোটা বিশ্বের মোট ৪ হাজার ৫৮০টি ছবি জমা পড়েছিল। এর মধ্যে ২১টি ছবিকে মূল প্রতিযোগিতার জন্য বেছে নেওয়া হয়েছিল।