আমুদরিয়া নিউজ: ইয়ানিক সিনারকে ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ ব্যবধানে উড়িয়ে দ্বিতীয়বার ইউএস ওপেন চ্যাম্পিয়ন হলেন কার্লোস আলকারাজ। প্রথম সেটে ৬-২ ব্যবধানে সিনারকে উড়িয়ে দেন স্প্যানিশ তারকা । দ্বিতীয় সেটে অবশ্য ম্যাচে ফেরেন সিনার। ৬-৩ ব্যবধানে জেতেনও। কিন্তু এর পরের দুই সেটে আলকারেজের সামনে রীতিমতো নাস্তানাবুদ হতে হল ইটালির এই তারকাকে। তৃতীয় এবং চতুর্থ সেট ৬-১, ৬-৪ ব্যবধানে জিতে নেন আলকারাজ। ফাইনালযুদ্ধ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জয়ের ফলে সিনারকে টপকে আবার বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস খেলোয়াড় হলেন আলকারাজ।