আমুদরিয়া নিউজ: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার এই ফোনালাপের কথা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি জানান, ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে অনেক বিষয়ে আলোচনা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর কথায়, ‘‘আমরা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেছি।’’ শুধু তা-ই নয়, আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয়গুলি নিয়েও দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়েছে বলে জানান মোদী। সেই তালিকায় ছিল ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসানের প্রচেষ্টার প্রসঙ্গও। মোদি আরও বলেন, ‘‘ভারত এবং ফ্রান্সের কৌশলগত অংশীদারি বিশ্বব্যাপী শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’’
