আমুদরিয়া নিউজ: পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হেলিকপ্টার ভাড়া করলেন ৪ যুবক! জানা যাচ্ছে, রাজস্থানের বাসিন্দা ওমারাম জাট, মগারাম জাট, প্রকাশ গোদারা জাট এবং লাকি চৌধুরির বিএডের পরীক্ষা ছিল বুধবার। পরীক্ষাকেন্দ্র পড়েছিল উত্তরাখণ্ডের মুনসয়ারিতে একটি সরকারি কলেজে। রাজস্থান থেকে তাঁরা পৌঁছে গিয়েছিলেন উত্তরাখণ্ডে। কিন্তু টানা বৃষ্টি, হড়পা বান এবং ধসের জেরে উত্তরাখণ্ডের বেশির ভাগ রাস্তাই বন্ধ। ফলে পরীক্ষাকেন্দ্র যেখানে পড়েছিল, সেখানে কোনও গাড়িই যেতে চাইছিল না। যখন তাদের পরীক্ষা দেওয়ার আশা ক্রমে ক্ষীণ হচ্ছে তখন ওই চার যুবক জানতে পারেন যে, মুনসয়ারি পর্যন্ত হেলিকপ্টার পরিষেবা দিচ্ছে একটি সংস্থা। শেষমেশ মাথাপিছু ১০ হাজার ৪০০ টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছোন চার যুবক। টাকা বেশি গেলেও বছরটা যে নষ্ট হয়নি তাতেই স্বস্তির নিশ্বাস ফেলেছেন তাঁরা।
