আমুদরিয়া নিউজ: ৭ সেপ্টেম্বর, রবিবার রয়েছে নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা। মোট পরীক্ষার্থীর সংখ্যা এবার ৫ লক্ষ ৬৫ হাজারের বেশি। এর মধ্যে কাল পরীক্ষায় বসছেন ৩ লক্ষ ১৯ হাজারের বেশি পরীক্ষার্থী। ১৪ তারিখ একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসবেন, ২ লক্ষ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের কী কী নিয়ম মানতে হবে, শনিবার তা জানিয়ে দিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি জানিয়েছেন, মোট ৬৩৬টি কেন্দ্রে পরীক্ষা হবে। পরীক্ষা শুরু হবে দুপুর ১২টা থেকে। প্রশ্নপত্র বিতরণ শুরু হবে সকাল ১১টা ৪৫ থেকে। উত্তর লেখা শুরু করা যাবে দুপুর ১২টা থেকে। প্রশ্নপত্রে সিকিওরিটি ফিচার থাকবে। কেউ যদি কেউ প্রশ্নপত্রের ছবি তোলেন, তা সঙ্গে সঙ্গে জানতে পারবেন এসএসসি-র আধিকারিকরা।
