আমুদরিয়া নিউজ: মোদিকে ভাল বন্ধু বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ইতিবাচক মন্তব্যের পর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। শনিবার সকালে সমাজ মাধ্যমে মোদি লিখেছেন, ‘‘প্রেসিডেন্ট ট্রাম্পের অনুভূতি এবং আমাদের সম্পর্ক নিয়ে ওঁর ইতিবাচক বক্তব্যের প্রশংসা করছি। আমরা এর সম্পূর্ণ প্রতিদান দেব।’’ মোদি আরও লেখেন, ‘‘ভারত এবং আমেরিকার মধ্যে অত্যন্ত ইতিবাচক, ভবিষ্যৎমুখী এবং কৌশলগত অংশীদারি রয়েছে।’’ হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘‘আমি সব সময় মোদির বন্ধু থাকব। উনি খুব ভাল প্রধানমন্ত্রী। বন্ধুত্ব সব সময় থাকবে, শুধু এই মুহূর্তে উনি যা করছেন, সেটা আমার ভাল লাগছে না। তবে ভারত এবং আমেরিকার মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। ভয় পাওয়ার কিছু নেই।’’ ট্রাম্পের বার্তার পর এবার মোদির তরফ থেকেও দেখা গেল সদর্থক মনোভাব।
