আমুদরিয়া নিউজ: সেপ্টেম্বরের ২৩ থেকে ২৭ তারিখ পর্যন্ত আমেরিকায় অনুষ্ঠিত হতে চলেছে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলন। কিন্তু সেই সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর পরিবর্তে বিদেশমন্ত্রী এস জয়শংকর ভাষণ দেবেন। এর আগে ঠিক ছিল, ২৬ সেপ্টেম্বর মোদি ভাষণ দেবেন। কিন্তু শেষ মুহূর্তে অন্য প্রতিনিধিকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সাউথ ব্লক। এবারের অধিবেশনে প্রথম বক্তব্য রাখার কথা ব্রাজিলের। নিউ ইয়র্কের ওই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও যোগ দেওয়ার কথা। ক্ষমতায় প্রত্যাবর্তনের পর এটাই রাষ্ট্রসংঘে তাঁর অধিবেশন। ‘শুল্কযুদ্ধে’র আবহে ওই অধিবেশনে ট্রাম্প কী বলবেন, সেদিকে কড়া নজর থাকবে নয়াদিল্লির।
