আমুদরিয়া নিউজ: বিস্ফোরণে মুম্বই উড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় উত্তরপ্রদেশের নয়ডা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অশ্বিনী কুমার। শুক্রবার সকালে মুম্বই পুলিশের কাছে বার্তা আসে, শহরজুড়ে ৩৪টি মানববোমা ছড়ানো রয়েছে। ৩৪ জন আত্মঘাতী জঙ্গি, ৪০০ কেজি আরডিএক্স নিয়ে ঢুকে পড়েছে শহরে। গোটা মুম্বইজুড়ে অন্তত ৩৪টি গাড়ির মধ্যে ৩৪টি মানববোমা মোতায়েন করা হয়েছে। একসঙ্গে সব বোমা ফেটে অন্তত এক কোটি মানুষের মৃত্যু হবে। হুমকিটি এসেছিল লস্কর-ই-জিহাদি নামে এক সংগঠনের তরফে। এমন খবর আসার পরই গোটা মুম্বইজুড়ে জারি হয় হাই অ্যালার্ট। তারপরেই বিভিন্ন সূত্রে খোঁজ করে হদিশ মেলে অশ্বিনী কুমারের। মুম্বই পুলিশের দাবি, উত্তরপ্রদেশের নয়ডায় বসে মুম্বই পুলিশকে ওই হুমকি সে। নয়ডা থেকে কেনা একটি মোবাইল ফোন এবং সিমকার্ড ব্যবহার করেই মুম্বই পুলিশের কাছে হুমকি বার্তা পাঠানো হয়।
