আমুদরিয়া নিউজ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর খুব ভালো বন্ধু। ভারত প্রসঙ্গে নরম সুর শোনা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায়। ভারতীয় সময় শনিবার ভোরে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ‘‘ভারত এত তেল রাশিয়ার কাছ থেকে কিনছে, এতে আমি খুব হতাশ। সেটা ওদের জানিয়েছি। ভারতের উপর আমরা খুব বড় একটা শুল্ক আরোপ করেছি— ৫০ শতাংশ। এটা খুবই চড়া শুল্ক। মোদীর সঙ্গে আমার সম্পর্ক খুব ভাল, আপনারা তো সেটা জানেন। মাস দুয়েক আগেই উনি এখানে এসেছিলেন। এমনকি, আমরা রোজ় গার্ডেনে গিয়ে সাংবাদিক বৈঠকও করেছিলাম।’’ ট্রাম্পের কথায়, ‘‘আমি সব সময় মোদীর বন্ধু থাকব। উনি খুব ভাল প্রধানমন্ত্রী। বন্ধুত্ব সব সময় থাকবে, শুধু এই মুহূর্তে উনি যা করছেন, সেটা আমার ভাল লাগছে না। তবে ভারত এবং আমেরিকার মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। ভয় পাওয়ার কিছু নেই।’’
