আমুদরিয়া নিউজ: চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে ৭ সেপ্টেম্বর, ২০২৫ অর্থাৎ রবিবার। ভারতীয় সময় অনুযায়ী এই চন্দ্রগ্রহণ ৭ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ রাত ৯টা ৫৭ মিনিট বা ৯টা ৫৮ মিনিটে শুরু হবে এবং ৮ সেপ্টেম্বর মধ্যরাত ১টা ২৬ মিনিট পর্যন্ত চলবে। গ্রহণের সর্বোচ্চ সময় থাকবে রাত ১১টা থেকে রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত। গ্রহণ ভারত, বাংলাদেশ-সহ এশিয়ার বড় অংশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, উত্তর ও দক্ষিণ আমেরিকার কিছু অংশ এবং আফ্রিকার অনেক জায়গা থেকে দেখা যাবে। ভারতের প্রায় সব শহর থেকেই দেখা যাবে। কলকাতা, দিল্লি, মুম্বই, পুণে, লখনউ, হায়দরাবাদ, চণ্ডীগড় থেকে স্পষ্ট এই গ্রহণ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানীরা বলছেন, অনেক বছর পরে এত দীর্ঘ সময় ধরে হতে চলেছে চন্দ্রগ্রহণ। এ রকম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ খুব শীঘ্র আর ভারত থেকে দেখা যাবে না। তার জন্য অপেক্ষা করতে হবে আরও তিন বছর।
