আমুদরিয়া নিউজ: নভেম্বরেই ভারতে বসছে জুনিয়র হকি বিশ্বকাপের আসর। তবে এই মুহূর্তে ভারতে দল পাঠানো সম্ভব নয় বলে জানিয়ে দিল পাক হকি ফেডারেশন। বুধবার সে দেশের হকি সংস্থার প্রধান তারিক বুগতি জানিয়েছেন, “বর্তমান পরিস্থিতিতে ভারতে কোনওরকম দল পাঠানোই আমাদের পক্ষে সম্ভব নয়। কদিন আগেই দু’দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি চলছিল। এই পরিস্থিতিতে আমাদের পক্ষে পাকিস্তানে যাওয়া সম্ভব নয়।” চেন্নাই এবং মাদুরাইয়ে আয়োজিত ওই টুর্নামেন্টে মোট ২৪ দল খেলবে। এর মধ্যে ২৩টি দল আগেই ভারতে আসার কথা জানিয়েছিল। কিন্তু পাকিস্তান বেঁকে বসায় এবার পরিবর্ত খুঁজতে হবে হকি ইন্ডিয়াকে।