আমুদরিয়া নিউজ: ইনস্টাগ্রামে ফিল্টার ব্যবহার করে তরুণী সেজে প্রেম। শ্বাসরোধ করে খুন করল প্রেমিক। উত্তরপ্রদেশের মৈনপুরীর ঘটনা। জানা গিয়েছে মৃতার নাম রানি। ৫২ বছরের এক মহিলা যিনি আবার চার সন্তানের মা তার অস্বাভাবিক মৃত্যুর তদন্তে নেমে পুলিশ চমকে গিয়েছে। গত ১১ আগস্ট ওই মহিলা নিখোঁজ হন। পড়ে তার দেহ মেলে। পুলিশ তদন্তে নেমে ওই মহিলার মোবাইল নম্বরের কল রেকর্ডের সূত্রে ২৬ বছরের এক তরুণ অরুণ রাজপুতকে গ্রেপ্তার করে। জেরায় ধৃত জানান প্রায় দেড় বছর আগে ইনস্টাগ্রামে ওই মহিলার সঙ্গে তার পরিচয় হয়েছিল। ফিল্টার ব্যবহার করে বয়স কমিয়েছিলেন ওই মহিলা। তাঁরা দেখাও করেন। সম্প্রতি যুবককে নাকি বিয়ের জন্য চাপ দেওয়া শুরু করেন ওই মহিলা। এরপরই রেগে গিয়ে তাঁকে খুন করে প্রেমিক।