আমুদরিয়া নিউজ: বন্যায় বিধ্বস্ত পাকিস্তানে কমপক্ষে ৯০০ জনের মৃত্যুর পাশাপাশি ঘরছাড়া অন্তত ২০ লক্ষ মানুষ। যদিও মর্মান্তিক এই পরিস্থিতিকে ‘আল্লাহর আশীর্বাদ’ বলে উল্লেখ করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাক মন্ত্রী বন্যা পরিস্থিতি নিয়ে বলেন, “দেশের মানুষের উচিত এই বন্যাকে আল্লাহর আশীর্বাদ হিসেবে বিবেচনা করা। গোটা বিশ্বে জলের জন্য হাহাকার শুরু হয়েছে। এর মাঝে পাকিস্তানের এই বন্যা অত্যন্ত শুভ। এটাকে কোনওভাবেই বিপর্যয় বলা যায় না। বরং এটি আল্লাহর কৃপা।” বন্যার কারণে বেহাল দশার প্রতিবাদে অনেকেই রাস্তায় নেমেছেন। প্রতিবাদ চলছে পাকিস্তানের দিকে দিকে। এর প্রেক্ষিতে পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, “সরকারের বিরুদ্ধে এহেন বিক্ষোভ না করে জনগণের উচিত এই জল সঞ্চয় করা। এই সব জল বালতি বা অন্যান্য পাত্রে ভরে বাড়ি নিয়ে যাক ওরা। এর ফলে আমাদের জল সংকটের সমস্যার চিরতরে সমাধান হবে।”
