আমুদরিয়া নিউজ: কেরলে ‘মস্তিষ্কখেকো’ অ্যামিবার আক্রমণে এক শিশু-সহ মৃত্যু হল দু’জনের। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর তিন মাসের এক শিশু গত মাসখানেক ধরেই এই বিরল রোগে ভুগছিল। সোমবার ভোররাতে কোঝিকোড় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়েছে তার। ৫২ বছরের আর এক রোগীও চিকিৎসাধীন ছিলেন। রবিবার তাঁরও মৃত্যু হয়েছে। গত ১৪ আগস্ট একই রোগে মৃত্যু হয়েছে থামারাসেরির বাসিন্দা ন’বছরের এক বালিকার। কোঝিকোড়, মলপ্পুরম এবং ওয়েনাড় জেলার আরও আট জন রোগী বর্তমানে কোঝিকোড় মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। মস্তিষ্কের বিরল এই সংক্রমণের নাম প্রাইমারি অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস। এর নেপথ্যে রয়েছে ‘নিগ্লেরিয়া ফোলেরি’ নামে এক অ্যামিবা। জলে থাকা এই অ্যামিবা নাক এবং মুখ দিয়ে মানবদেহে প্রবেশ করে। আঘাত করে সরাসরি মস্তিষ্কে। সেখানেই দ্রুত বংশবিস্তার করে। তাদের খাদ্য হয়ে ওঠে মস্তিষ্কের বিভিন্ন টিস্যু। তবে এই রোগ মানুষ থেকে মানুষে ছড়ায় না। অর্থাৎ সংক্রামক নয়। তবে সারা বিশ্বে এই রোগে মৃত্যুর হার ৯০ শতাংশেরও বেশি।