আমুদরিয়া নিউজ: মেয়ো রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দেওয়া নিয়ে উত্তেজনা ছড়াল। অভিযোগ এদিন সেনাবাহিনী মঞ্চ খুলে দেয়। সেই খবর পেয়েই সেখানে ছুটে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের বাইরে বাঙালিদের উপর হামলার ঘটনা ও বাংলার ভাষার উপর আঘাতের প্রতিবাদে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে লাগাতার ধর্না চালাচ্ছে তৃণমূল। শনিবার ও রবিবার ধর্না চলে। অথচ সেখানে প্যান্ডেল থাকে সারা সপ্তাহ। যে হেতু ওই এলাকা সেনাবাহিনীর। তাই সেখানে সভা করতে দেওয়ার অনুমতি সেনার থেকে নিতে হয়। সেনার দাবি, গত ৩১ আগস্ট পর্যন্ত কর্মসূচির অনুমতি ছিল। নির্দিষ্ট সময়সীমা পেরনোর পর মঞ্চ খোলা হচ্ছে। সোমবার দুপুরে সেই খবর পেয়েই সেখানে ছুটে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখেই অবশ্য সেনাবাহিনীর জওয়ানরা চলে যান। এনিয়ে বিজেপির উদ্দেশে ক্ষোভ উগরে দেন মমতা। বলেন, ”সেনাবাহিনীর দোষ নেই। তারা আমাদের বন্ধু। বিজেপির কথায় তাঁরা এই কাজ করেছে। বিজেপি সেনাকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করছে।” ঘটনাস্থলে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী ধর্নামঞ্চ রানি রাসমণি রোডে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। সেনার মঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার রাজ্যের প্রতি ব্লকে, পঞ্চয়েতে প্রতিবাদ মিছিল হবে বলে ঘোষণা করেন তিনি।
