আমুদরিয়া নিউজ: রবিবার মাঝরাতে ভয়াবহ ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান। জানা গিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পে অন্তত ১০০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বহু। এর ফলে পাকিস্তানের বেশ কিছু এলাকা, ভারতের জম্মু ও কাশ্মীর এবং দিল্লির আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। রবিবার স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প হয়। ভারতে তখন রাত পৌনে ১টা। আফগানিস্তানের জালালাবাদের কাছে নানগরহর প্রদেশে ভূমি থেকে আট কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎস। পাক সীমান্ত লাগোয়া এই প্রদেশের ভূমিকম্প পাকিস্তান এবং ভারতের বেশ কিছু অংশে টের পাওয়া যায়। দিল্লি এনসিআরের একাধিক এলাকায় কম্পন অনুভূত হয়। এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর আফগানিস্তানে ৬.৩ মাত্রার তীব্র ভূমিকম্প হয়েছিল। দেশটির একাংশ ধূলিসাৎ হয়ে গিয়েছিল সেই কম্পনে।
