আমুদরিয়া নিউজ: প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসাবে পেনশনের আবেদন জানালেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। রাজস্থান বিধানসভার সচিবালয় সূত্রের খবর, ধনকড়ের আবেদন গ্রহণ করা হয়েছে। তাঁর পেনশন চালুর প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। নিয়ম অনুযায়ী তাঁর ৩৫ হাজার টাকা পেনশন পাওয়ার কথা। সেই সঙ্গে ৭০ বছর বয়স পেরনোর দরুন আরও ২০ শতাংশ অতিরিক্ত পাবেন। অর্থাৎ মোট ৪২ হাজার টাকা প্রতিমাসে পেনশন পাবেন তিনি। পাশাপাশি, বিনামূল্য চিকিৎসা, সরকারি কাজে যাতায়াতের খরচ, সরকারি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ, এমন একাধিক সুযোগ সুবিধা পাবেন। ১৯৯৩ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত রাজস্থানের আজমেঢ় জেলার কৃষ্ণগড় বিধানসভায় কংগ্রেস বিধায়ক ছিলেন তিনি। বিধায়কের পাশাপাশি, লোকসভার সাংসদও নির্বাচিত হন। কেন্দ্রের মন্ত্রীও ছিলেন একসময়। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলেছেন। সর্বশেষে দেশের উপরাষ্ট্রপতি নিযুক্ত হন। প্রাক্তন উপরাষ্ট্রপতি হিসাবে একাধিক সরকারি সুবিধা পাওয়ার কথা ধনকড়ের। নিয়ম অনুযায়ী, দু’বছরের বেশি সময় দায়িত্ব সামলানোর পর যদি উপরাষ্ট্রপতি ইস্তফা দেন তাহলে তাঁকে অবসরপ্রাপ্ত উপরাষ্ট্রপতিদের মতোই সুযোগসুবিধা দেওয়া হয়। সেই হিসাবে মাসিক ২ লক্ষ টাকার বেশি পেনশন পাওয়ার কথা ধনকড়ের। তাৎপর্যপূর্ণভাবে ধনকড় প্রাক্তন উপরাষ্ট্রপতি হিসাবে প্রাপ্ত সুযোগ সুবিধার জন্য আবেদন করেননি।
