আমুদরিয়া নিউজ: হকির এশিয়া কাপের প্রথম ম্যাচে চিনকে ৪-৩ গোলে হারাল ভারত। হ্যাটট্রিক করলেন অধিনায়ক হরমনপ্রীত সিং। এদিন খেলার ১২ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে চিনকে এগিয়ে দেন ডু শিহাও। ১৮ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করেন যুগরাজ সিং। দু’মিনিট পরে আরও এক পেনাল্টি কর্নার থেকে ভারতকে এগিয়ে দেন হরমনপ্রীত। হাফটাইমে ২-১ গোলে এগিয়ে ছিল ভারত। দ্বিতীয়ার্ধ শুরু হতেই ফের হরমনপ্রীতের গোলে ৩-১ এ এগিয়ে যায় ভারত। দু’মিনিটের মাথায় গোল করেন চিনের চেন বেনহাই। ৪২ মিনিটের মাথায় আবার পেনাল্টি কর্নার থেকে গোল করে চিন। ম্যাচের ৪৭তম মিনিটে অধিনায়ক হরমনপ্রীত আবারও নিজের জাদু দেখান। পেনাল্টি কর্নার থেকে নিখুঁত গোল করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৪-৩ গোলেই জেতে ভারত।