আমুদরিয়া নিউজ: ভারত-মার্কিন শুল্কযুদ্ধের আবহে দু’দিনের সফরে জাপানে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। আজ জাপানের শিল্পপতিদের একটি অনুষ্ঠানে যোগ দেবেন মোদি। তারপর জাপানের বিশিষ্টজনদের সঙ্গে সাক্ষাৎ। বেলার দিকে জেন বৌদ্ধমন্দিরে যাবেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় আড়াইটে থেকে ভারত-জাপান বার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি। দেখা করবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে। জাপানে ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জ জানিয়েছেন, কেবল দ্বিপাক্ষিক বিষয় নয়, দুই রাষ্ট্রপ্রধানের আলোচনায় উঠে আসবে কোয়াডের মতো ইস্যুও। আগামী শনিবার পর্যন্ত জাপানে থাকবেন মোদী। সেখান থেকেই তিনি রওনা দেবেন চিনে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দিতে। সেখানে আলাদা করে বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে।
