আমুদরিয়া নিউজ: ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে আত্মসমর্পণ করলেন ৩০ জন মাওবাদী। ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা এই খবর জানিয়েছেন। সকলের পুনর্বাসনের ব্যবস্থা করবে রাজ্য সরকার, নিশ্চিত করেছেন তিনি। মাওবাদীদের হিংসার পথ থেকে সরিয়ে সমাজের মূল স্রোতে ফেরানোর জন্য দীর্ঘ দিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে ছত্তিশগড় সরকার। গত সপ্তাহে বস্তারেরই নারায়ণপুর জেলায় দুই মহিলা-সহ আট জন মাওবাদী আত্মসমর্পণ করেন। তাঁদের মাথার মোট দাম ছিল ৩০ লক্ষ টাকা। তার আগে গত জুলাইয়ের শেষের দিকে বস্তারের পাঁচ জেলা মিলিয়ে ৬৬ জন মাওবাদী আত্মসমর্পণ করেন। ওই ৬৬ জনের মধ্যে ৪৯ জনের মাথার উপর মোট দাম ছিল ২ কোটি ২৭ লক্ষ টাকা। এদিন উপমুখ্যমন্ত্রী বিজয় বলেন, “সরকারের পুনর্বাসন নীতি, আধিকারিকদের সাহসিকতা এবং সরকারের উন্নয়নমূলক প্রকল্পের জন্যই মাওবাদীরা আত্মসমর্পণ করেছেন।”
