আমুদরিয়া নিউজ: ৭ দিনের মধ্যে ‘অযোগ্যদের’ তালিকা প্রকাশ করতে হবে। ২৬ হাজার চাকরি বাতিল মামলায় এসএসসি-কে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ এসএসসিকে সতর্কও করে বলেছে অযোগ্যদের কোনও ভাবে নিয়োগের পরীক্ষায় বসানোর ব্যবস্থা করা হলে ফল ভুগতে হবে। আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর নতুন প্রক্রিয়ায় পরীক্ষা হবে। তবে এই পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরিপ্রার্থী। দাবি ছিল, তাঁরা যোগ্য, কিন্তু এখনও অনেক অযোগ্যকে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে। এই কথা শুনে অত্যন্ত ক্ষুব্ধ শীর্ষ আদালত। এ দিন বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেন, ‘নতুন নিয়োগ প্রক্রিয়ার উপরে আমরা কড়া নজর রাখছি। সামান্য এদিক ওদিক হলে ফল ভুগতে হবে।’ বিষয়টি নিয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য, আগেই এই তালিকা প্রকাশের কথা বলেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু তখনও করা হয়নি, এবারও তৃণমূল সরকার করবে না।
