আমুদরিয়া নিউজ: সম্প্রতি খবর ছড়িয়েছিল বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজা। গত বছর ডিসেম্বরেই নাকি বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সুনীতা। গোবিন্দের বিরুদ্ধে আনেন প্রতারণা, গার্হস্থ্য হিংসার অভিযোগ। এমনকি, গোবিন্দ তাঁকে ছেড়ে চলে গিয়েছেন বলেও সুনীতা অভিযোগ আনেন বলে খবর ছড়ায়। কিন্তু বুধবার গণেশচতুর্থীতে সব জল্পনায় জল ঢেলে তাঁদের একসঙ্গে দেখা গেল গণেশ বন্দনায়। ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, গোবিন্দা এবং সুনীতা দুজনেই একই রঙের পোশাক পরেছেন। গোবিন্দা একটি মেরুন রঙের পাঞ্জাবি পরেছেন এবং সুনীতা একই রঙের শাড়ি পড়া। তাদের মুম্বইয়ের বাড়িতে গণপতি বাপ্পাকে স্বাগত জানানোর পর তারা পাপারাজ্জিদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। এক সাংবাদিক তাঁদের বিচ্ছেদ নিয়ে রটে যাওয়া খবরের প্রতিক্রিয়া জানতে চাইলে সুনীতা আহুজার পাল্টা প্রশ্ন, কন্ট্রোভার্সি চাই আপনাদের? এখন আর কোনও বিতর্ক পাবেন না। তাই প্রশ্ন করে লাভ নেই।