আমুদরিয়া নিউজ: মঙ্গলবার নতুন দু’টি জাহাজ যুক্ত হল ভারতীয় নৌ বাহিনীতে। এদিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং নৌবাহিনীর শীর্ষ অধিকর্তাদের উপস্থিতিতে আইএনএস হিমগিরি এবং আইএনএস নীলগিরি নামের দু’টি জাহাজ ভারতীয় নৌ সেনায় যোগ দিয়েছে। আইএনএস হিমগিরি এবং আইএনএস নীলগিরি আত্মনির্ভর ভারতের প্রতীক। দু’টি জাহাজের ৭৫ শতাংশেরও বেশি দেশীয় সামগ্রীতে তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। প্রজেক্ট ১৭ আলফার অধীনে নির্মাণ করা হয়েছে দু’টি যুদ্ধজাহাজকে। উল্লেখ্য, আইএনএস হিমগিরি তৈরি করেছে কলকাতার গার্ডেনরিচ জাহাজ নির্মাণ সংস্থা। অন্যদিকে আইএনএস নীলগিরি তৈরি করেছে মুম্বইয়ের মাজাগান বন্দর জাহাজ নির্মাণ সংস্থা।
