আমুদরিয়া নিউজ: লন্ডনের এক ভারতীয় রেস্তরাঁয় বিধ্বংসী আগুনে ঝলসে গেলেন ৫ জন। গত শুক্রবার রাতে ভয়াবহ এই ঘটনা ঘটে লন্ডনের ইন্ডিয়ান অ্যারোমা রেস্তরাঁয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করা হয়। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে লন্ডন পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও।
