আমুদরিয়া নিউজ: এশিয়া কাপের আগে টিম ইন্ডিয়ার সবচেয়ে পুরনো সাপোর্ট স্টাফ রাজীব কুমারকে ছাঁটাই করল বোর্ড। প্রায় এক দশকের বেশি সময় ধরে টিম ইন্ডিয়ার ম্যাসিওরের ভূমিকা পালন করেছেন রাজীব। সম্প্রতি ইংল্যান্ড সফরেও গিয়েছিলেন রাজীব। কিন্তু সেখান থেকে ফিরে আসার পর আর নতুন চুক্তি করা হল না তাঁর সঙ্গে। যুক্তি হিসাবে বলা হয়েছে, সাপোর্ট স্টাফেরা দীর্ঘ দিন ধরে দলের সঙ্গে থাকলে তাঁদের কার্যকারিতা কমে যায়। তাঁদের পক্ষে নতুন কিছু দেওয়া সম্ভব হয় না। গৌতম গম্ভীর কোচ হয়ে আসার পর থেকেই ভারতীয় দলের কোচিং স্টাফে একাধিক বদল এসেছে। এদিকে ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হবে এশিয়া কাপ। এই প্রতিযোগিতার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর আমিরশাহির বিরুদ্ধে। এরপর ভারত ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে।