আমুদরিয়া নিউজ: আইপিএলের বিজয় অনুষ্ঠানে পদপিষ্টের জেরে বেঙ্গালুরু থেকে সরল মহিলাদের এক দিনের বিশ্বকাপের ম্যাচ। প্রাথমিক সূচি অনুযায়ী ঠিক ছিল পাঁচটি ম্যাচ হবে চিন্নাস্বামীতে, যার মধ্যে ছিল উদ্বোধনী ম্যাচ ও ভারত উঠলে ফাইনালও। আইসিসি জানিয়েছে, ম্যাচগুলি বেঙ্গালুরুর পরিবর্তে অনুষ্ঠিত হবে মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। জানা যাচ্ছে কর্নাটক পুলিশ ম্যাচ আয়োজনের অনুমতি এবং নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় ছাড়পত্র দেয়নি কর্নাটক ক্রিকেট সংস্থাকে। ফলে বেঙ্গালুরু থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে দেওয়া ছাড়া উপায় ছিল না। ২০২৫ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার পরের দিনই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। দলের সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয় এবং ৭১ জন আহত হন। তাই নিরাপত্তাজনিত কারণে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে সব ম্যাচ সরিয়ে নিল আইসিসি। উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ।