আমুদরিয়া নিউজ: ৭.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্ত। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি ড্রেক প্রণালী এলাকায় অনুভূত হয়। কেন্দ্রস্থল আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলীয় শহর উশুয়াইয়া থেকে ৭০০ কিলোমিটারের বেশি দূরে এবং ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১১ কিলোমিটার। আর্জেন্টিনার দক্ষিণ প্রান্তের শহর উশুয়াইয়া থেকে জায়গাটির দূরত্ব ৭০০ কিলোমিটারেরও বেশি। ড্রেক প্রণালী দক্ষিণ-পশ্চিম অতলান্তিক মহাসাগর এবং দক্ষিণ-পূর্ব প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করছে। ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আর্জেন্টিনা লাগোয়া চিলেতে সুনামি সতর্কতা জারি করেছে সে দেশের ‘হাইড্রোগ্রাফিক অ্যান্ড ওশিয়ানোগ্রাফিক সার্ভিস’। আপাতত চিলের উপকূলভাগ থেকে স্থানীয়দের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে সে দেশের প্রশাসন। সমুদ্রতীরবর্তী এলাকায় কাউকে যেতে নিষেধ করা হয়েছে।
