আমুদরিয়া নিউজ: ১৮ বছরের বেশি বয়সীদের আধার কার্ড দেওয়া বন্ধ করে দিচ্ছে অসম সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকশেষে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তবে তফসিলি জাতি, জনজাতি এবং চা বাগান এলাকার গোষ্ঠীগুলির জন্য আরও এক বছর আধার কার্ড বিলি করা হবে। হিমন্ত বলেন, “আমরা এমন একটি ব্যবস্থা তৈরি করতে চাইছি, যাতে কেউ অবৈধ ভাবে অসমে প্রবেশ করে আধার কার্ড নিয়ে ভারতীয় হিসাবে বসবাস করতে না পারেন। এই পথ আমরা পুরোপুরি বন্ধ করে দিতে চাই। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” সেই সঙ্গেই তাঁর ঘোষণা, ”অসমের মন্ত্রিসভা আজ সিদ্ধান্ত নিয়েছে আর ১৮ বছরের বেশি বয়সিদের জন্য নতুন আধার কার্ড ইস্যু করা হবে না। ব্যতিক্রম তফসিলি জাতি ও উপজাতি এবং চা শ্রমিকরা। তবে এক বছরের জন্য।” তবে হিমন্ত জানাচ্ছেন, এক মাসের জন্য আপাতত এই নিয়মে ছাড় দেওয়া হবে। অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যে আঠেরোর বেশি বয়সিরা সুযোগ পাবেন আধারে নিজের নাম নথিবদ্ধ করার। আগামী ১ অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন হিমন্ত।
