আমুদরিয়া নিউজ: পায়রার পায়ে ঝুলছে চিরকুট। তাতে রয়েছে জম্মুর স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি বার্তা। জম্মু থেকে ৪০ কিলোমিটার দূরে আরএসপুরা সেক্টরে পায়রাটিকে ধরেছে বিএসএফ। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, পায়রাটির পায়ে একটি চিরকুট বাধা ছিল। তাতে উর্দু এবং ইংরেজিতে লেখা রয়েছে। উর্দুতে লেখা হয়েছে, ‘‘কাশ্মীর আমাদের। সময় এসেছে, এটা আমাদের হবে।’’ ইংরেজিতে জম্মু স্টেশন আইইডি বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এরপরই জম্মুর স্টেশন সহ কাশ্মীরের একাধিক জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। যদিও সূত্রের দাবি, এটি আসল কোনও হুমকি নাও হতে পারে। বরং সীমান্তের ওপার থেকে কারও কুকীর্তিও হতে পারে।
