আমুদরিয়া নিউজ: ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এ গিয়ে বিধানচন্দ্র রায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টানলেন শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক৷ তাঁর দাবি, বিধানচন্দ্র রায় যদি বাংলার রূপকার হন, তবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নবরূপকার ৷ বুধবার উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার শিমুলপুর গ্রামপঞ্চায়েতের ‘আমাদের পড়া আমাদের সমাধান’ শিবির চলছিল উত্তর শিমুলপুর এফপি স্কুলে। সেই শিবিরে এসেছিলেন রাজ্যের আইন ও শ্রম দফতরের মন্ত্রী মলয় ঘটক। সেখানে মুখ্যমন্ত্রীর ঢালাও প্রশংসা করে মলয় বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছেন এর আগে বিধানচন্দ্র রায় ছাড়া কেউ করেনি। ডঃ বিধান চন্দ্র রায় যদি বাংলার রূপকার হয়, তাহলে নবরূপকারের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলাকে নতুন করে রূপ দিয়েছেন, নতুন করে গড়েছেন, বাংলার মানুষকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন।” এদিকে মলয়ের এই মন্তব্যকে কটাক্ষ করে সরব হয়েছে বিজেপি। বনগাঁর দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, মলয় ঘটক মমতা বন্দ্যোপাধ্যায়ের মন পাওয়ার জন্য এসব বলছে।
