আমুদরিয়া নিউজ: কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রণেন্দ্রনারায়ণ রায়ের পুত্র মনুজেন্দ্র নারায়ণ রায়কে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত মনুজেন্দ্র নারায়ণ। তিনি নিজেও পেশায় একজন আইনজীবী। বৃহস্পতিবার বিধাননগর থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের করেছেন প্রাক্তন বিচারপতির পরিবার। অভিযোগ, বুধবার রাতে প্রাক্তন বিচারপতির পৌত্র সৌরীন্দ্রনারায়ণ রায়ের সঙ্গে গাড়ি পারকিং নিয়ে পুলিশের বচসা বাধে। তাঁর উপর চড়াও হন দুই পুলিশকর্মী। তাঁকে মারধরও করা হয়। কোনও রকমে বাবাকে ফোন করলে মনুজেন্দ্রনারায়ণ ছুটে আসেন। এর পর তাঁকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিনি। এরপরই বিধাননগর পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে প্রাক্তন বিচারপতির পরিবার। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের করা হয়েছে।
