আমুদরিয়া নিউজ: জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ নিয়ে কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চের বক্তব্য, সিঙ্গল বেঞ্চ ফল প্রকাশের সময় বেঁধে দিয়েছে। আবার এই বিষয়ে সুপ্রিম কোর্টেও মামলা দায়ের হয়েছে। বফলে এখনই ডিভিশন বেঞ্চ কোনও নির্দেশ দিচ্ছে না। গত ৭ অগস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের কথা থাকলেও ওবিসি সংক্রান্ত জটিলতার কারণে তা আটকে গিয়েছে। হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের একক বেঞ্চ নির্দেশ দিয়েছে, ২০১০ সালের আগের ৬৬টি ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতেই নতুন মেধাতালিকা তৈরি করতে হবে। ১৫ দিনের মধ্যে আদালতের এই নির্দেশ কার্যকর করতে হবে বোর্ডকে। হাই কোর্টের একক বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। এরই মধ্যে জয়েন্টের ফলপ্রকাশের দাবিতে হাই কোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়। বৃহস্পতিবার ওই মামলা শুনানির জন্য উঠলেও এখনই কোনও হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। আগামী ২ সেপ্টেম্বর উচ্চ আদালতে ফের এই মামলাটির শুনানি হতে পারে।
