আমুদরিয়া নিউজ: ভারতীয় দলের প্রধান নির্বাচক পদে আরও এক বছর মেয়াদ বাড়ল অজিত আগরকরের। বোর্ড সূত্রে খবর, ২০২৬ সালের জুন মাস পর্যন্ত আগরকরই নির্বাচক প্রধান থাকবেন। অজিত আগরকরকে জুলাই ২০২৩-এ প্রধান নির্বাচক হিসেবে বেছে নেওয়া হয়েছিল। তাঁর প্রধান নির্বাচক থাকাকালীন সময়ে একের পর এক বড় টুর্নামেন্টে সাফল্য পেয়েছে টিম ইন্ডিয়া। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ওঠা, টি-২০ বিশ্বকাপ জয়, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, এশিয়া কাপ জয়। বোর্ড সূত্রে খবর, কয়েক মাস আগেই আগরকরকে চুক্তি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাব তিনি গ্রহণও করেছেন। তবে আগরকরকে নতুন করে চুক্তিবদ্ধ করলেও তাঁর প্যানেলের বাকি সদস্যদের ভবিষ্যৎ এখনও ঝুলে রয়েছে। আগরকরের সঙ্গে বর্তমান প্যানেলে রয়েছেন শিবশংকর দাস, সুব্রত মুখোপাধ্যায়, অজয় রাত্রা এবং এস শরদ। আগরকর ছাড়া বাকি চারজনের বিষয়ে বিসিসিআইয়ের বার্ষিক সভায় সিদ্ধান্ত হবে।